নওগাঁয় এসে বিয়ের পিঁড়িতে মালয়েশীয় তরুণী, এলাকায় চাঞ্চল্য
স্টাফ রিপোর্টারঃ
ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, আলাদা সংস্কৃতি—সব কিছু পেছনে ফেলে ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন এক তরুণী। প্রেমিক জামিল হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে তিনি চলে এসেছেন বাংলাদেশের নওগাঁয়। শুক্রবার (৪ জুলাই) বদলগাছী উপজেলার বিলাশবাড়ি গ্রামে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভিনদেশি কনের মুখ দেখতে ভিড় করছেন স্থানীয়রা।
মালয়েশিয়ার নাগরিক নাজিয়া বিনতে শাহরুল হিজাম (২৪) ও জামিল হোসেন (২৪) তিন বছর আগে পরিচিত হন মালয়েশিয়ার একটি শপিংমলে। পরিচয় থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক। জামিল হোসেন বদলগাছী উপজেলার বিলাশবাড়ি গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় একটি ফার্নিচার দোকানে চাকরি করছেন।
জামিল জানান, ২০১৭ সালের শেষের দিকে তিনি মালয়েশিয়ায় যান। কর্মস্থলের পাশে একটি শপিংমলে প্রায়ই যেতেন কেনাকাটার জন্য। সেখানেই নাজিয়ার সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় গভীর প্রেমে রূপ নেয়। সম্পর্কের কথা জানার পর শুরুতে নাজিয়ার পরিবার কিছুটা আপত্তি জানালেও পরে সম্মতি দেয়।
এরপর মালয়েশিয়ায় পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বাংলাদেশে এসে ৪ জুলাই ইসলামিক শরিয়ত মোতাবেক পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। আগের দিন বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের আয়োজন হয়।
ছুটি শেষে নবদম্পতি আবারও মালয়েশিয়া ফিরে যাবেন বলে জানিয়েছেন জামিল হোসেন।

No comments