শিরোনাম

বগুড়ায় আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ছিনতাইয়ের কবলে পড়ে মোবাইল ও স্বর্ণের চেইন খোয়ালেন দম্পতি

 


বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে মোবাইল ফোন ও স্বর্ণের চেইন খোয়ালেন এক দম্পতি। এ সময় ছিনতাইকারীদের বাঁধা দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ওই দম্পতি। বুধবার ২ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে কলেজ ক্যাম্পাসের টিকটক রোডে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই দম্পতির বাসা শহরের জামিল নগর এলাকায়।


ঘটনার বর্ণনা দিয়ে দম্পতি বলেন, আমরা স্বামী স্ত্রী সন্ধ্যায় ঘুরতে কলেজ ক্যাম্পাসে ঘুরতে যায়। ঘোরাঘুরি শেষে টিকটক রোড ধরে কলেজের গেটের দিকে আসার সময় ২/৩ টা মোটরসাইকেল যোগে আসা ৫/৭ জন ছিনতাইকারী আমাদেরকে ঘিরে ধরে এবং আমাদের কাছে থাকা মোবাইল ফোন ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমরা বাঁধা দেয়। এসময় ছিনতাইকারীরা ছুরি বের করে আমাদের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে আমাদের বেদম মারধর করতে থাকে। পরে ছিনতাইকারীরা মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। 


এই ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন,আমরা অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের সনাক্তকরণের চেষ্টা চলছে। 

No comments