তাড়াশে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে চা চক্র অনুষ্ঠিত
এস.এম. রুহুল তাড়াশী
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীরের পক্ষে তাড়াশে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে।
এই প্রেক্ষাপটে আগামীকাল মথুরাপুর বাজারে তার নির্বাচনী জনসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার আগাম প্রস্তুতি হিসেবে শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪টায় ৫নওগাঁ ইউনিয়নের ভায়াট বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক চা চক্রের আয়োজন করা হয়।
চা চক্রে উপস্থিত ছিলেন খন্দকার সাইফুল ইসলাম — সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তাড়াশ পৌর বিএনপি; সাইদুর রহমান মাস্টার — সাবেক সদস্য, তাড়াশ উপজেলা বিএনপি; ফরহাদ আলী — সাবেক আহ্বায়ক, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি মো. আব্দুল মতিনসহ আরও অনেকে।
চা চক্রে নেতাকর্মীরা দলীয় কর্মকৌশল, আগামী দিনের প্রচারণা পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, খন্দকার সেলিম জাহাঙ্গীর দলীয় মনোনয়ন পেলে তাড়াশে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে।

No comments