শিরোনাম

কাজিপুরে ৬০ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরের দূর্গম চরাঞ্চলে পাঁচ বছর বয়সি এক নারী শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের গিরিশ বাজার এলাকায় গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। আজ বুধবার (২ জুলাই) শিশুটির মা বাদী হয়ে কাজিপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।


তিনি বলেন, 'চরাঞ্চলে এক শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। এক বৃদ্ধকে অভিযুক্ত করে থানায় মামলা দায়েরও হয়েছে বিকেলে। আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।'


থানায় দেয়া এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শিশুটি বাড়ির পাশের টিউবওয়েলে পা ধুঁতে যায়। এসময় প্রতিবেশী শামছুল হক (৬০) ওই শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি  নির্জন গলির মধ্যে নিয়ে যান। সেখানে গিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটি ব্যথায় কান্না করে উঠলে অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দ্রুত সটকে পড়েন শামছুল হক। এরপর মা তাঁকে গোসল করাতে গেলে শিশুটি তার মাকে শরীরে ব্যথা পাবার ঘটনা বলে দেয়। এদিকে এই ঘটনার পর থেকে শামছুল আত্মগোপনে চলে গেছেন। তবে লোক মারফত শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।





No comments