শিরোনাম

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল


স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আছর বগুড়া শহরের নবাববাড়ী সড়কস্থ জামায়াত কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, রিয়াজ উদ্দিন, আল-আমিন, আজগর আলী, অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, শাহীন মিয়া ও আব্দুল হামিদ বেগ প্রমুখ।

বক্তারা বলেন, “গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করলেও তার অনুগতদের মাধ্যমে দেশে রাজনৈতিক সন্ত্রাস এখনো অব্যাহত রয়েছে। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রমাণ করেছে—তারা সহনশীল গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের আচরণ এখন চরম উগ্রপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীর মতো।”

নেতৃবৃন্দ আরও বলেন, “এই সন্ত্রাসীদের প্রতিহত করতে না পারলে দেশে গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা বিপন্ন হবে। তাই অবিলম্বে গোপালগঞ্জসহ সারাদেশে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে হবে।”

বক্তারা সরকারকে উদ্দেশ করে অবিলম্বে রাজনৈতিক সহিংসতার অবসান ও দায়ীদের


No comments