জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই সনদ নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না।”
মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুধু একটি কর্মসূচি নয়, এটি দেশ গঠনের উদ্যোগ। আমরা মানুষের সঙ্গে কথা বলবো, শহীদ আবু সাঈদের স্বপ্ন ও ‘জুলাইয়ের স্বপ্ন’ তুলে ধরবো। আবু সাঈদ আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। বাংলার প্রতিটি এলাকায় গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করবো। আবু সাঈদ পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন—এই সাহসই আমাদের শক্তি।”
নাহিদ ইসলাম আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ সব শহীদদের বাংলাদেশ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দরকার।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা ভাবছেন আন্দোলন থেমে গেছে, তারা ভুল ভাবছেন। আমরা রাজপথে থাকবো। ছাত্র, যুবক, শ্রমিক ও সাধারণ মানুষকে আবার রাজপথে নামার ডাক দিচ্ছি। ইনশাআল্লাহ, জুলাই সনদ আদায় করেই ছাড়বো।”
এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “মৌলিক সংস্কার বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে হবে। গণহত্যার বিচার সম্পন্ন করে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।”

No comments