শিরোনাম

শাজাহানপুরে গরু চুরি: ধুনট থেকে গরু উদ্ধার, একজন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টাঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গরু চুরির ঘটনায় এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে চুরি যাওয়া একটি গরুও উদ্ধার করা হয়েছে।

শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, গত ২৪ জুন দুপুর ১২টার দিকে শাজাহানপুর থানাধীন আমরুল ইউনিয়নের নগর আমরুল উত্তর পাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুস সাত্তার (৬৫) তাঁর তিনটি গরু স্থানীয় রফিকুল ইসলামের একটি পরিত্যক্ত ভূট্টার ক্ষেতে বেঁধে রেখে বাড়িতে যান। পরে দুপুর ১টার দিকে তিনি মাঠে গিয়ে দেখতে পান, গরুগুলোর মধ্যে একটি কালো রঙের গাভী, যার মূল্য প্রায় ১,২০,০০০ টাকা, অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে।


এ ঘটনায় ভিকটিম থানায় অভিযোগ দায়ের করলে, শাজাহানপুর থানা পুলিশ তৎপর হয়ে অভিযান চালায়। অভিযানে ১ জুলাই ২০২৫ তারিখে ধুনট থানা এলাকা থেকে চুরি যাওয়া গরুটি উদ্ধার করা হয়। একইসঙ্গে গ্রেফতার করা হয় চুরি মামলার আসামি মোঃ সোহেল (৩০), পিতা মোঃ আমজাদ হোসেন, সাং ফুলকোট মধ্যপাড়া, থানা শাজাহানপুর, জেলা বগুড়া।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments