শিরোনাম

বগুড়ায় দুই হোটেলে পুলিশের অভিযান, অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ জন আটক

 

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরের গালাপট্টি এলাকায় টুইন ব্রাদার্স ও আমির গেস্ট হাউজ নামে দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারী-পুরুষসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি ) হাসান বাশির এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হোটেল দুটিতে একযোগে অভিযান চালায়। অভিযানকালে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে নারী ও পুরুষ দুজনই রয়েছে।


তিনি আরও বলেন, "আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এমন অভিযানকে স্বাগত জানালেও নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।



No comments