বগুড়ায় দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে জখম: ওয়ারেন্টভুক্ত আসামি নিশান গ্রেফতার
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালানো সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মুরাদুন্নবী নিশানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।বুধবার (১৯ জুন ২০২৫) রাত ৩টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাকিব হোসেনের নেতৃত্বে ডিবি ও উপশহর পুলিশ ফাঁড়ির একটি যৌথ টিম সোনাতলা থানাধীন নওদাবগা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ মুরাদুন্নবী নিশান (২৭), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-মোছাঃ নিহার বানু, গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি (ওলির বাজার) এলাকায় হলেও বর্তমানে সে বড় কুমিড়া (মাটালপাড়া-বুড়িতলা পশ্চিম), সোনাতলা, বগুড়া এলাকায় অবস্থান করছিল।
এর আগে, গত ১৫ জুন উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই (২২৯) মোঃ জাহাঙ্গীর আলম ও কনস্টেবল (৩২০) মোঃ মানিকুজ্জামান সদর থানার জিআর-৪৬৮/১৯ মামলায় সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেফতার করতে গেলে তিনি হঠাৎ তাদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ১৬ জুন বগুড়া সদর থানায় মামলা (নং-৩২/২০২৫) রুজু হয়। মামলায় দণ্ডবিধির ২২৪/২২৫/৩৫৩/৩৩৩/১৮৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, নিশান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, অপহরণ, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে মাদক, অপহরণ ও চুরিসহ পাঁচটিরও বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামি নিশানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

No comments