শিরোনাম

বিয়ের দিনেই শোকের ছায়া: একসঙ্গে থেমে গেল দুটি জীবনযাত্রা

 

জুবায়ের আহমদ, জকিগঞ্জ (সিলেট)

বিয়ের আনন্দে মুখর একটি দুপুর। সাজে সেজে নতুন জীবনের স্বপ্ন চোখে নিয়ে বেরিয়েছিলেন বর-কনে। হাসিমুখে চলছিল বরযাত্রার গাড়ি। কিন্তু কে জানত, সেদিনই কেউ জীবনের শেষ যাত্রায় রওনা দিচ্ছেন!

বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ ইউনিয়ন অফিস বাজারের দক্ষিণ পাশে ঘটে যায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। বর-কনে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই থমকে যায় দুটি ভিন্ন যাত্রা—একটি জীবিকার, আরেকটি জীবনের নতুন অধ্যায়ের।


টমটম চালক শাহাব উদ্দিন সাবু (৫০) ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রতিদিনের মতোই রোদে-ঘামে যাত্রী নিয়ে ছুটছিলেন সংসারের চাকা ঘোরাতে। কিন্তু সেদিন ছিল তার শেষ ডিউটি—শেষ যাত্রী, শেষ গন্তব্য।

নিহত সাবু বারঠাকুরী ইউনিয়নের রাড়িগ্রাম (পূর্ব হাসিতলা) গ্রামের বাসিন্দা এবং প্রবাসী হারুন মিয়ার বড় ভাই। দীর্ঘদিন ধরেই টমটম চালিয়ে স্ত্রী-সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে আসছিলেন। হঠাৎ তার এমন মৃত্যুতে পরিবারের বুক ফাটে, তবুও চোখের জল ফুরায় না।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বর, কনে এবং আরও ছয়জন বরযাত্রী। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


দুর্ঘটনার শব্দে তটস্থ হয়ে ছুটে আসেন আশপাশের মানুষজন। কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউ হতবিহ্বল হয়ে যান। রক্তমাখা রাস্তায় ছড়িয়ে থাকা ফুল, মিষ্টির প্যাকেট আর ছেঁড়া ওড়না যেন সাক্ষী হয়ে রইল এক অনাকাঙ্ক্ষিত বিদায়ের।

ঘটনাস্থলে পৌঁছায় জকিগঞ্জ থানা পুলিশ। তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এই এক দুর্ঘটনা যেন দুইটি পরিবারকে থামিয়ে দিল একসঙ্গে—একটি পরিবার হারাল তাদের উপার্জনক্ষম মানুষটিকে, আরেকটি পরিবারে বিয়ের সুর বদলে গেল হাহাকারে।


No comments