শিরোনাম

সার্ক প্রতিষ্ঠাতা স্বপনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে থানায় অভিযোগ

 

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা এলাকার একটি বেসরকারি সংস্থা ‘সমাজ উন্নয়ন কর্ম (সার্ক)’ এর প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল ইসলাম স্বপনসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী লক্ষী চন্দ্র মালী (৬০)।


অভিযোগে বলা হয়, লক্ষী চন্দ্র মালী সংস্থাটিতে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার চাকরির মেয়াদে বেতন বাবদ সংস্থার কাছে ৬১,৫৮৫ টাকা বকেয়া রয়েছে। এছাড়া তার জামাতা শমর চন্দ্র মালী ডিপিএস এর মাধ্যমে ৩,৮৪,০০০ টাকা, মেয়ের শ্বশুরী রীতা রানী ২৮,৭৫০ টাকা এবং স্ত্রী জয়শ্রী রানী সঞ্চয় ও ডিপিএস বাবদ ১,২৪,৭০০ টাকা জমা রাখেন। সব মিলিয়ে মোট ৫,৯৯,০৩৫ টাকা ওই প্রতিষ্ঠানের কাছে পাওনা রয়েছে।

লক্ষী চন্দ্র মালী অভিযোগে আরও উল্লেখ করেন, দুর্গাহাটায় অবস্থিত সমিতির অফিসটি সরিয়ে পরিচালকের নিজ বাড়ি মাটিয়ানচড়ায় স্থানান্তর করা হয়। পরে পাওনা টাকা ফেরত চাইলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা নানা অজুহাতে তালবাহানা শুরু করেন এবং পরবর্তীতে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।


তিনি দাবি করেন, এটি একটি পূর্বপরিকল্পিত অর্থ আত্মসাতের ঘটনা এবং এই ঘটনায় আরও অনেক গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এভাবে প্রতারণা অব্যাহত থাকলে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

অবিলম্বে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

No comments