শিরোনাম

বগুড়ায় জুলাই-আগস্ট আন্দোলনে শহীদের মাকে মারধর, থানায় মামলা — ২জন আসামি গ্রেফতার

 


শিবগঞ্জ প্রতিনিধিঃ

গুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস চুনাতেপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের দুই নারীকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। হামলার পাশাপাশি নগদ অর্থ ও ব্যাংকের চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

আহত মোছাঃ শাহানাজ বেওয়া (৪৫), যিনি শহীদ রনির মাতা, শিবগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানান, কারেন্ট বিল সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে আজ (১৭ জুন) মঙ্গলবার বিকাল ৪টা  দিকে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তার বাড়িতে ঢুকে হামলা চালায়

অভিযুক্তরা হলেন—মোঃ ফরহাদ (১৯), মোঃ ফারুক (৩০), মোছাঃ জাকিয়া বেগম (২৫) এবং মোছাঃ ফরিদা বেগম (৪৫)। এদের সবাই একই এলাকার বাসিন্দা।

শাহানাজ বেওয়া জানান, অভিযুক্তরা প্রথমে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং তিনি প্রতিবাদ করলে জাকিয়া বেগম তাকে “জানে মেরে ফেলার” হুমকি দেন। এরপর অন্যান্য অভিযুক্তরা লোহার রড, লাঠি, বাটাম ও ধারালো ছোরা দিয়ে তার ওপর হামলা চালায়।  

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন। আমরা ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাৎক্ষণিক দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আগামীকাল ১৮জুন বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


No comments