শিরোনাম

ছেলে-দের অবহেলায় রোদে পড়ে থাকা ৯০ বছরের বিমলা রানীর পাশে সেনাবাহিনী: মানবিক হস্তক্ষেপে ফিরে পেলেন ঠাঁই

 

বগুড়া প্রতিনিধিঃ

একজন মা—যিনি নিজের জীবন উৎসর্গ করে সন্তানদের বড় করেছেন, আজ তিন সন্তান থাকার পরও ঠাঁই হলো না ঘরের চার দেয়ালে। অসহায় সেই ৯০ বছরের বৃদ্ধা বিমলা রানীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ সেনাবাহিনী।

আজ এক হৃদয়বিদারক অভিযোগের ভিত্তিতে বগুড়া সদর সেনা ক্যাম্প থেকে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল বড়কুমিরা হিন্দুপাড়া এলাকায় পৌঁছান। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পান, তিন সন্তানের মা বিমলা রানী প্রচণ্ড রোদের মধ্যে বাড়ির বাইরে অসহায়ভাবে বসে আছেন—কারণ তাঁর নিজের রক্তের সন্তানরাই তাঁকে ঘরে আশ্রয় দেননি।

এই করুণ দৃশ্য দেখে টহল দলের কমান্ডার লেফটেন্যান্ট ফাহাদ তাৎক্ষণিক ব্যবস্থা নেন। তিনি বৃদ্ধার ছেলেদের ও তাদের স্ত্রীদের মানবিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেন, সচেতন করেন এবং ভবিষ্যতে এমন অমানবিক আচরণ না করার জন্য সতর্ক করেন।

এরপর বৃদ্ধাকে পুনরায় ঘরে আশ্রয় নিতে সহযোগিতা করা হয়। তাঁর জন্য কিছু শুকনো খাবার সরবরাহ করা হয় এবং মানসিকভাবে সান্ত্বনা দেওয়া হয়।

সদর সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হবে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে।

No comments