বগুড়ার উত্তর চেলোপাড়ার ত্রাশ হৃদয় ব্যাপারী ডিবির হাতে গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদর থানাধীন উত্তর চেলোপাড়া এলাকার ত্রাস হিসেবে পরিচিত মেহেদী হাসান হৃদয় ব্যাপারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার গভীর রাতে, অর্থাৎ ১৮ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাকে আটক করা হয়।
বুধবার (১৯ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেদী হাসান হৃদয় ব্যাপারী এক সময় বগুড়া জেলা যুবলীগের সভাপতি ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শুভাশিস পদ্দার লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ অন্তত ১০টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বলেন, "হৃদয় ব্যাপারী দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গ্যাং পরিচালনা করছে। রাজনৈতিক প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে সে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখন আবার বিএনপির নেতাদের সঙ্গে ছবি তুলে জনমনে বিভ্রান্তি তৈরি করে তার অপরাধ জগত চালিয়ে যাচ্ছে।"

No comments