বগুড়ায় বিয়ে করতে গিয়ে বর গেল কারাগারে, অভিভাবকদের জরিমানা
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ পশ্চিমপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বরের বয়স ২০ বছর হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বর ও কনের পরিবারের অভিভাবকদের ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ১২ বছর বয়সী ছাত্রীকে জোরপূর্বক বিয়ে দেওয়ার আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন এবং মেয়েটির পড়াশোনা অব্যাহত রাখার নির্দেশ দেন।
ইউএনও আশিক খান বলেন, “বাল্যবিবাহের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, বিয়ে পড়ানোর জন্য যে কাজী উপস্থিত ছিলেন, তার পরিচয় যাচাই ও দায় নিরূপণে তদন্ত শুরু হয়েছে। প্রমাণ মিললে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং মেয়েটির ভবিষ্যতের নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

No comments