শিরোনাম

বগুড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক

 

স্টাফ রিপোর্টার

বগুড়ার শাজাহানপুরে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের জামুন্না গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— জামুন্না বগুড়াপাড়া এলাকার রবিন ইসলাম (২২) ও সুমন হাসান (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক।

ওসি জানান, এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রবিন ইসলামের দেহ তল্লাশি করে একটি কলমের মতো দেখতে বস্তুর ভিতরে রাখা সাদা পলিথিনে মোড়ানো ২২টি হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় রবিনের মাদক কারবারে সহায়তার অভিযোগে সুমন হাসানকেও আটক করা হয়।

আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



No comments