শিরোনাম

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ধারালো ছোরাসহ ১ জন গ্রেপ্তার

জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের বিশেষ অভিযানে ধারালো ছোরাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত যুবক সিরাতুন্নবী সিরাত (১৯)। তিনি বগুড়া সদর উপজেলার বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকার
মৃত আতিকুল ইসলাম বুলবুলের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন (শনিবার) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বগুড়া সদর থানাধীন বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী নিজ শয়ন ঘরের তোষকের নিচ থেকে একটি লোহার তৈরি একপাশ ধারালো ছোরা উদ্ধার ও জব্দ করা হয়।


জেলা গোয়েন্দা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সিরাত স্থানীয়ভাবে একটি কিশোর গ্যাং গঠন করে চুরি, ছিনতাই, মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযানের পর তার বিরুদ্ধে আবারও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


No comments