শিরোনাম

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

 

স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মো. বাদশা (৫৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুজাবাদ দহগ্রাম এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা খোট্টাপাড়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলিমুদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান।

তিনি জানান, বাদশা একা অটোভ্যান চালিয়ে মাদলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুজাবাদ দহগ্রাম এলাকায় একটি ট্রাক বাইপাস সড়কে উঠার সময় অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাদশার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়

No comments