শিরোনাম

বগুড়ায় মাটির মসজিদের ইমামকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার

বগুড়া শহরের মালতিনগর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মাটির মসজিদের ইমাম হাফেজ আবদুল মান্নান (৭৪) ছুরিকাঘাতের শিকার হয়েছেন। সোমবার (৩০ জুন) জোহরের নামাজের ঠিক আগে মসজিদের পাশেই এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হামলাকারী দেলোয়ার হোসেন (৩০) নামের এক ব্যক্তি জোহরের নামাজের পূর্বে মসজিদ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। নামাজের আজানের পরপরই ইমাম মসজিদের দিকে রওনা হলে, দেলোয়ার তার ওপর আকস্মিকভাবে হামলা চালান। তার হাতে থাকা ধারালো রড ও ছুরি দিয়ে ইমামকে একাধিকবার আঘাত করেন। এতে গুরুতর আহত ইমাম মসজিদের পাশের একটি ড্রেনে পড়ে যান।


স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইমামকে উদ্ধার করেন এবং হামলাকারী দেলোয়ারকে ধরে ফেলে গণপিটুনি দেন। পরে বনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। আহত ইমাম ও হামলাকারী উভয়কেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, "তাৎক্ষণিকভাবে হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"

বনানী ফাঁড়ির এসআই জাহিদুর রহমান ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হাফেজ আবদুল মান্নান দীর্ঘদিন ধরে মাটির মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। তার গ্রামের বাড়ি শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামে হলেও তিনি মালতিনগরের স্টাফ কোয়ার্টার এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকেন।

হামলাকারী দেলোয়ার হোসেনের বাড়ি ভাটকান্দি মধ্যপাড়ায়। তিনি ইউসুফ আলীর ছেলে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দেলোয়ার একজন ভবঘুরে এবং তার মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ রয়েছে।

ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

No comments