গাবতলীতে কৃষকদের মাঝে সার, বীজ ও চারা বিতরণ ও ফল মেলার উদ্বোধন
আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া)
বগুড়ার গাবতলী উপজেলা চত্বরে কৃষি অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩০ জুন) অনুষ্ঠিত হয়েছে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ এবং ফল মেলার উদ্বোধন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন—
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম
সমবায় কর্মকর্তা জয়নাল আবেদীন
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার হায়দর
অনুষ্ঠানে কৃষকদের মাঝে উন্নত জাতের ফলজ ও বনজ গাছের চারা, সার ও উচ্চ ফলনশীল বীজ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “সরকার কৃষকের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। আধুনিক চাষাবাদ ও ফল উৎপাদনকে উৎসাহ দিতে এ ধরনের মেলা ও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

No comments