গ্যাস নেওয়ার পর স্ট্রোক করে সিএনজি চালকের মৃত্যু
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় গ্যাস নেওয়ার পর সিএনজি চালানোর সময় হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন এক সিএনজি চালক। শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত চালকের নাম জাহাঙ্গীর আলম (৩৮)। তিনি শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, টিএমএসএস গ্যাস পাম্প থেকে গ্যাস নিয়ে গাড়ি চালিয়ে বের হওয়ার সময় হঠাৎ স্ট্রোক করেন জাহাঙ্গীর। গাড়িটি রাস্তার পাশে থেমে যায় এবং সেখানেই তিনি নিঃশ্বাস ত্যাগ করেন।
জাহাঙ্গীর আলমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চালক সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

No comments