শিরোনাম

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ জুন) সন্ধ্যায় সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মোঃ রহমত উল্লাহ মানিক এর নেতৃত্বে ডিবির একটি টিম সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মাটিডালি বিমান মোড় সংলগ্ন মাহাথীর হোটেলের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সেখানে বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে একটি সাদা রঙের প্রাইভেট কারের ভেতর থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:
১। মোঃ আব্দুল হামিদ (৪১), পিতা- মোঃ আজগর আলী, মাতা- মোছাঃ হামিদা বেগম, সাং- ধনিগাগলা হিরার কুঠী, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম।
২। মোঃ হারুন অর রশীদ (৩৫), পিতা- মোঃ ফকরুল হাসান, মাতা- মোছাঃ হালিমা বেগম, সাং- কৃষামতপ্রাণ কৃষ্ণ, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।

তাদের হেফাজত থেকে মোট ১০ কেজি গাঁজা এবং গাঁজা বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments