শিরোনাম

পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছে বেঁধে নির্যাতন, জামাতা গ্রেপ্তার

 

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এক জামাতার বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্বশুরকে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত জামাতাসহ তিনজনকে আটক করে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে। আটককৃতরা হলেন—মো. দাউদ মন্ডল, তার ভাই মো. নাজমুল মন্ডল এবং তাদের বাবা মো. মিজান মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুর সাইদুল প্রামানিকের কাছ থেকে ছয় বছর আগে এক লাখ টাকা নিয়েছিলেন জামাতা দাউদ মন্ডল, জমি লিজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু তিনি জমি না দিয়ে টাকাও ফেরত দেননি। একাধিকবার সালিশ ও বিচার হওয়া সত্ত্বেও বিষয়টির সুরাহা হয়নি।

বৃহস্পতিবার সকালে দাউদ মন্ডল লোকজনসহ শ্বশুর সাইদুল প্রামানিককে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং নির্যাতন করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাইদুল প্রামানিককে উদ্ধার করে এবং দাউদ মন্ডলসহ তিনজনকে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

No comments