শিরোনাম

বগুড়ায় আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার

 

 
স্টাফ রিপোর্টার

বগুড়ার ধুনট থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন দীর্ঘদিন আত্মগোপনে থাকা ছাত্রলীগের সাবেক থানা সেক্রেটারি মো. মাজান হোসেন রুবেল (৪৫)। সোমবার সকালে ধুনট উপজেলার হুকুম আলী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া রুবেল উপজেলার মাঠপাড়া গ্রামের মৃত মকবুল হোসেন মণ্ডলের ছেলে। জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, রুবেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানায়, রুবেলকে ধরতে তারা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালান এবং সফলভাবে তাকে গ্রেফতার করেন।

No comments