শিরোনাম

বগুড়ায় প্রথম করোনা পজিটিভ রোগী ভর্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেলে

 

ছবি সংগ্রহীত 

স্টাফ রিপোর্টার

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো একজন করোনা পজিটিভ রোগী ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগী মোছাঃ শেফালী (৫০), স্বামী মোঃ আজগর, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মহিপুর গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, মোছাঃ শেফালী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। পরবর্তীতে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম করোনা পজিটিভ রোগী ভর্তি হওয়ার ঘটনা। বিষয়টি স্বাস্থ্য বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

করোনা সংক্রমণ রোধে এবং রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

No comments