শিরোনাম

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় চালক নিহত হেলপার আহত

 

শেরপুর প্রতিনিধি,

বগুড়ার শেরপুরে মহাসড়কে কর্মরত অবস্থায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ট্রাকচালক। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার।
সোমবার (১৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মমিন ফকির (৩৮) টাঙ্গাইলের ভূঞাপুর থানার সিরাজ কান্দি গ্রামের বাসিন্দা। আহত হেলপার নূর মোহাম্মদ (৩০) টাঙ্গাইল সদর উপজেলার থানা পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মমিন ও নূর মোহাম্মদ ঢাকা মেট্রো-ট ২৪-২৬০৫ নম্বরের একটি বিকল ট্রাক মেরামতের কাজ করছিলেন। হঠাৎ পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক (নম্বর- ঢাকা মেট্রো-ট-১১-৯৮০২) এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই লুটিয়ে পড়েন চালক মমিন ফকির। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আর গুরুতর আহত হেলপারকে তাৎক্ষণিক উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার এসআই আল-আমিন ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দুটি ট্রাক জব্দ করেন। ইতোমধ্যে থানায় মামলা রুজু হয়েছে এবং ঘাতক ট্রাকচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এসআই নূর হোসেন বলেন, “চালক ও হেলপার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক মেরামতের কাজ করছিলেন। বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু হয়, আহত হয় হেলপার। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।”

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

No comments