আওয়ামী লীগ নিষিদ্ধ করা রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়নি : মীর শাহে আলম
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেছেন, "আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে ভোটাধিকার রক্ষার জন্য। তবে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনোভাবেই রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নয়।"
শনিবার (২১ জুন) সন্ধ্যায় বগুড়ার শিব
গঞ্জ উপজেলার মোকামতলার সার্বজনীন দুর্গা ও কালী মাতার মন্দির উন্নয়ন উপলক্ষে আয়োজিত লীলাকীর্তন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, “শেখ হাসিনা যদি সুষ্ঠু নির্বাচন দিতেন, তাহলে দেশে কোনো আন্দোলনের প্রয়োজন হতো না। আন্দোলনের মাধ্যমে বিএনপি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছে। আমরা বলেছি, যারা অন্যায় করেছে, তাদের বিচার হোক। কিন্তু একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি কখনো ছিল না।”
তিনি আরও বলেন, “জামায়াত ও একটি নতুন রাজনৈতিক দল তিন দিনের ভুয়া আন্দোলন করে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী, দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আমি একজন বিএনপি কর্মী হিসেবে এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে যথাযথ মনে করি না।”
বক্তব্যে মীর শাহে আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, “বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিখতে হবে। আবার মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের তৎকালীন সভাপতি শেখ মুজিবুর রহমানকেও অস্বীকার করা যাবে না।”
তিনি বলেন, “এই দুই নেতাকে বাদ দিয়ে যারা নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে, তারাই আজ দুর্নীতির পাহাড় গড়ছে, কোটি কোটি টাকার সম্পদ বানাচ্ছে এবং নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের সাবধান হওয়া উচিত। এসব করে দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী রামা শংকর প্রসাদ।
সভায় আরও বক্তব্য রাখেন:
শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব
সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম
উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মীর সীমান্ত
শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম
বিএনপি নেতা আব্দুল করিম
কৃষক দলের নেতা আবদুস ছালাম
উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, দেশের গণতন্ত্র, ধর্মীয় সম্প্রীতি ও রাজনৈতিক বহুত্ববাদ আজ হুমকির মুখে। তারা একে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবেই দেখছেন।

No comments