বগুড়ায় হত্যা-চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি সাবেক যুবলীগ নেতা আব্দুল মতিন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি এবং বগুড়া শহর যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।
গ্রেপ্তার আব্দুল মতিন সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ওসি ইকবাল বাহার জানান, “আসামি আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক এবং চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। ২০২৩ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃত মতিন সরকারকে রোববার আদালতে হাজির করা হবে।"
এদিকে আব্দুল মতিনের গ্রেপ্তারের খবরে বগুড়া শহরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এ সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ নতুন করে সামনে এসেছে।

No comments