ভরণপোষণ চাওয়ায় ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা
স্টাফ রিপোর্টার, বগুড়া:
শুধু ছেলের কাছে একটু ভরণপোষণের খরচ চেয়েছিলেন বৃদ্ধা মা। কিন্তু তার ফলাফল হলো নির্মম নির্যাতন। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামে।
ভুক্তভোগী ওই মায়ের নাম জোসনা রানী সরকার (৬৯)। গত ১৯ জুন সন্ধ্যায় ছেলের বাড়িতে মারধরের শিকার হয়ে বর্তমানে তিনি শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় শনিবার (২১ জুন) শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্বজনরা।
স্থানীয় সূত্র জানায়, জোসনা রানী স্বামী মৃত গোপাল চন্দ্র সরকারের মৃত্যুর পর থেকেই ছেলেদের সঙ্গে বসবাস করছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ছেলে গোলক চন্দ্র সরকার ও তার স্ত্রী কবরি রানী সরকার মায়ের ভরণপোষণে অনীহা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস হলেও সমাধান হয়নি।
অভিযোগে বলা হয়েছে, ১৯ জুন সন্ধ্যায় বৃদ্ধা জোসনা রানীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন ছেলে ও পুত্রবধূ। এতে তিনি রাজি না হলে কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করেন তারা। অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীর মেয়ে ছবি রানী সরকার বলেন, “বাবার মৃত্যুর পর থেকেই মায়ের দেখভাল নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ চলছিল। কিন্তু মাকে এভাবে মারধর করবে, তা কখনো ভাবিনি। আমরা এর বিচার চাই।”
তবে অভিযুক্ত গোলক চন্দ্র সরকার মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “পারিবারিক ঝগড়ায় কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। তবে আমি-ই মায়ের খরচ চালাই।”
শেরপুর থানার এসআই রাকিবুল ইসলাম রকিব জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। প্রাথমিকভাবে বিষয়টি অমানবিক বলেই মনে হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে বৃদ্ধার সুরক্ষাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।”

No comments