শিরোনাম

বগুড়ায় পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

 

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বেলা ১২টায় শহরের চারমাথা সেঞ্চুরি মটেলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, "নতুন নেতৃত্বকে স্বাগত জানাই। আশা করি, এই কমিটি মালিক-শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।"

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারেক রহমান বগুড়ার উন্নয়ন ও জনগণের সমস্যা সমাধানে সচেষ্ট আছেন।”

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এ.কে.এম তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী, কার্যকরী সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সহ-সভাপতি মনোয়ারুল হক মিলটন, রফিকুল বারী মুকুল, শফিকুল ইসলাম আরফান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী কবির খান, শানবীর আহম্মেদ শয়ন, জাহিদুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

No comments