শিরোনাম

শাজাহানপুরে গভীর রাতে ছুরিকাঘাতে যুবক নিহত

 

স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ সংলগ্ন হাইওয়ের পাশে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন (৩৫) নওগাঁ জেলার মান্দা উপজেলার বাসিন্দা। তিনি শাজাহানপুরের বেতগাড়ী এলাকায় অবস্থিত রেনেটা লিমিটেডে মার্কেট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শাজাহানপুরের মাঝিড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১টার দিকে অফিস ছুটির পর বাসায় ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ডিউটি অফিসার মোছা. মুক্তি খাতুন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments