ধুনটে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিনকে
গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের একটি বিশেষ অভিযানে দীর্ঘ দিন আত্মগোপনে থাকা সেই, আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে থানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জামাল উদ্দিন (৩৮)। ধুনট পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জামাল উদ্দিন পশ্চিম ভরন শাহী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে,
পুলিশ সূত্রে জানা গেছে, জামাল উদ্দিনের বিরুদ্ধে পূর্বের একাধিক অভিযোগ ও মামলার কারণে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, “আসামি জামাল উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ সকালের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

No comments