শিরোনাম

শিশুকে বুকে নিয়ে মা পরিক্ষার হলে, শিশু নানির ছায়ায়

 

নিজস্ব প্রতিবেদকঃ
শেরপুর সরকারি কলেজ কেন্দ্র। এইচএসসি পরীক্ষা ২০২৫-এর প্রথম দিন, বৃহস্পতিবার (২৬ জুন)। কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে এক নারী—কোলে তিন মাসের শিশু রাইশা। ভেতরে পরীক্ষার হলে রাইশার তরুণী মা কলম চালাচ্ছেন জীবনের নতুন অধ্যায়ের জন্য। এক হৃদয়স্পর্শী দৃশ্য, যা ছুঁয়ে গেছে বহু মানুষের হৃদয়

পরীক্ষার্থী তরুণীটি মডেল গার্লস ডিগ্রি কলেজের শিক্ষার্থী। প্রায় তিন বছর আগে তার বিয়ে হয়। সন্তান জন্মের তিন মাস পেরোতেই পরীক্ষার হলে হাজির হন তিনি। জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি ফিরেছেন পড়াশোনার টেবিলে। পাশে ছিলেন তার মা—নানির ভূমিকা নিয়ে শিশুটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকেন পুরো পরীক্ষার সময়।

এই দৃশ্যের একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরা বলছেন, এটি কেবল একটি ব্যক্তিগত দৃশ্য নয়—বরং নারীর স্বপ্ন, সাহস ও সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি।

স্থানীয়দের অভিমত, এ ঘটনা তরুণী মায়েদের মাঝে পড়াশোনার প্রতি উৎসাহ জাগাবে। বিশেষজ্ঞরাও বলছেন, পরিবার পাশে থাকলে নারীর অগ্রযাত্রা থেমে থাকে না। মা, নানি ও শিশুর এই মানবিক ছবি নারী ক্ষমতায়নের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।

No comments