শিরোনাম

শাজাহানপুরে যুবলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

 

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার মোল্লা আহমেদ তারিক আজাদ মৃত তোজাম্মেল হোসেন মোল্লার ছেলে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গত সোমবার (২৩ জুন) রাতে শাজাহানপুরের চুপিনগর দক্ষিণপাড়া গ্রামের এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোল্লা আহমেদ তারিক আজাদ (পলাশ), বয়স ৪৫ বছর। তিনি শাজাহানপুর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এবং চুপিনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা নং-০১, তারিখ ০১/১১/২০২৪, জিআর নং-৩২৪/২০২৪ অনুযায়ী নিয়মিত মামলা রয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

No comments