বগুড়ায় অপহরণ চক্রের মূলহোতাসহ দুইজন গ্রেফতার
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি বগুড়া। গ্রেফতারকৃতরা হলো মোছাঃ রাবেয়া রিয়া (২০) ও তার সহযোগী মানিক চন্দ্র সরকার (৪৫)।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বগুড়া শহরের আজিজুল হক কলেজ গেট এলাকা থেকে নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে রাবেয়া রিয়া নামে এক তরুণী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নিয়ে যায়। পরে একটি নির্জন বাড়িতে আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। এরপর পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে আরও ৩৮,০০০ টাকা আদায় করা হয় এবং তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষক নিজেই বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তে র্যাব জানতে পারে অভিযুক্তরা খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছে। ২২ জুন রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে ১টি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল, ৪টি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে অপহরণ চক্র পরিচালনার কথা স্বীকার করেছে। তারা সমাজের প্রভাবশালী ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের টার্গেট করে অপহরণ করে মুক্তিপণ আদায় করতো।
র্যাব-১২ সিপিএসসি বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার এনামুল হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, এই ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments