গাবতলী চকবোচাইয়ে জাগরনী ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ও হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত
বগুড়ার গাবতলী উপজেলার চকবোচাই মধ্যপাড়ায় শুক্রবার (২৭ জুন ২০২৫) বিকাল ৪টায় জাগরনী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ও হা-ডু-ডু খেলা। খেলার মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ, অংশগ্রহণ ছিল স্থানীয় যুবকদের এবং উপস্থিত ছিলেন বহু গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
জনাব মোরশেদ মিলটন,সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপি;সভাপতি, গাবতলী উপজেলা বিএনপি ও
সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গাবতলী, বগুড়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন –জনাব মোঃ ওয়াজেদ হোসেন (সাজু) মন্ডল,সমাজসেবক ও সভাপতি, চকবোচাই জাগরনী ক্লাব।খেলা উদ্বোধক ছিলেন –
জনাব মোঃ এনামুল হক নতুন,যুগ্ম-সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি এবং সাধারণ সম্পাদক, গাবতলী উপজেলা বিএনপি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন –জনাব মোঃ সাহাদত হোসেন খান সাগর, সাংগঠনিক সম্পাদক, গাবতলী উপজেলা বিএনপি।বরেণ্য অতিথি:– এম. আর. হাসান পলাশ বিশেষ অতিথিবৃন্দ:– মোঃ মমিনুল হাসান মমিন, সাংগঠনিক সম্পাদক, গাবতলী উপজেলা বিএনপি– মোঃ রুহুল হাসান রুহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক, গাবতলী উপজেলা যুবদল– মোঃ শফিক শাহিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, গাবতলী উপজেলা বিএনপি– মোঃ আমিনুল ইসলাম হিটলু, সভাপতি, সোন্দাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয়– মোঃ শাহাদত আলম, বিশিষ্ট ব্যবসায়ী– মোঃ আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবক, চকবোচাই
অনুষ্ঠানে হা-ডু-ডু খেলার মাধ্যমে ক্রীড়া উৎসবের সূচনা হয়। এরপর মাঠজুড়ে অনুষ্ঠিত হয় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। মাঠজুড়ে ঢোল-বাদ্যি, দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে ছিল প্রাণচাঞ্চল্য পরিবেশ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোরশেদ মিলটন বলেন,
"তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই আয়োজন শুধু ক্রীড়া নয়—এটি সামাজিক বন্ধন ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরও বড় আয়োজনে পাশে থাকার আশ্বাস দিচ্ছি।"
আয়োজনে: জাগরনী ক্লাব, চকবোচাই। আয়োজক:রাফিক হাসান রাফি,যুগ্ম আহ্বায়ক, যুবদল, সদর ইউনিয়ন, গাবতলী

No comments