বগুড়ায় হাঁটতে বের হয়ে আর বাড়ি ফেরেনি সৌমিক। নির্ঘুম রাত কাটাচ্ছেন বাবা মা
স্টাফ রিপোর্টারঃ
হাঁটতে বেরিয়ে আর ফেরা হলো না মেধাবী তরুণ সৌমিকের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হাসিন রাইহান সৌমিক (৩০) গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসা থেকে বের হয়েছিলেন একটু হেঁটে আসবেন বলে। কিন্তু সেই হাঁটা যে পরিবারকে কাঁটার মতো শূন্যতায় ভরে দেবে, তা কে জানতো?
এরপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি। মোবাইল ফোনও বন্ধ। নিখোঁজের পরদিন শুক্রবার সকালে সৌমিকের বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ২১৫২) করেছেন।
পুত্রহীন এ অনিশ্চয়তায় চোখে ঘুম নেই বাবা-মায়ের। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী—সবাই মিলে খুঁজে চলেছেন তাকে, কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
সৌমিক ছিলেন পরিবারের গর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, “আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

No comments