সারিয়াকান্দি নারচি ইউনিয়ন বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক জাহিদ হাসান।
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়ন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকালে স্থানীয় বাজারে সর্বস্তরের মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর এ আজম বাবু বলেন, “আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বিএনপিকে নির্বাচিত করুন। আমরা আপনাদের সঙ্গে নিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবো।”
লিফলেট বিতরণকালে বগুড়া শহর, বিএনপির সাধারণ সম্পাদক, মনিরুজ্জামান মনি বলেন, “বিএনপি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ।”
এ সময় আরও উপস্থিত ছিলেন,
সারিয়াকান্দি পৌর বিএনপির সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট, শরিফুল ইসলাম হিরা;
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, রাশেদ ইকবাল;
নারচি ইউনিয়ন বিএনপির সভাপতি, শাহিনুর ইসলাম;
সাধারণ সম্পাদক, মকু মিঞা;
সাংগঠনিক সম্পাদক, জহুরুল ইসলাম;
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, বেলাল হোসেন;
স্বেচ্ছাসেবক দল নেতা রোকনুজ্জামান জিতু;
নারচি স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তফা ও সাধারণ সম্পাদক নিরব সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই কর্মসূচিকে ঘিরে নারচি বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।

No comments