শিরোনাম

শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ গ্রেফতার

 

শেরপুর প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান শুভকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলোজরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।


পুলিশ সূত্রে জানা গেছে, শুভ বর্তমানে শেরপুর থানায় হেফাজতে রয়েছেন। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। “তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।”

No comments