শিরোনাম

‘শাপলা’ প্রতীক চেয়ে নিবন্ধনের আবেদন জমা দিল এনসিপি

 

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার (২২ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধনের আবেদনের শেষ দিনে প্রয়োজনীয় কাগজপত্রসহ দলের পক্ষে আবেদন জমা দেন সদস্য সচিব আখতার হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ একটি প্রতিনিধি দল।

বিকেল চারটার দিকে প্রায় ৫০ জন নেতাকর্মীসহ এনসিপি’র প্রতিনিধি দল নির্বাচন ভবনে পৌঁছায়। পরে ভবনের দ্বিতীয় তলায় ডেস্কপ্যাচ শাখায় গিয়ে নিবন্ধনের আবেদনপত্র জমা দেওয়া হয়।

No comments