দুপচাঁচিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার
দুপচাঁচিয়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে চামরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জুয়েল (৪৫) গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ২টার দিকে থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার রেলগেট এলাকা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত মো. মোস্তাফিজুর রহমান জুয়েল চামরুল ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং মৃত আবু সাঈদের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত একাধিক মামলার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, আসামি দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতারে বিশেষ কৌশল অবলম্বন করে।

No comments