কাহালু উপজেলার মুরইলে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে এলাকাবাসী, অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলার ৫ নং মুরইল ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব শেখের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউনিয়নের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা শিহাব শেখের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সম্মানহানি ও প্রশাসনিকভাবে হয়রানি করছে।
স্থানীয় বাসিন্দা ''স্বাধীন বলেন, "শিহাব শেখ একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তি। হাইকোর্ট এবং জেলা পরিষদ কর্তৃপক্ষ তাকে দায়িত্বে থাকার লিখিত অনুমতি দিয়েছে। কিন্তু তারপরও পরিষদের কিছু লোক তার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে। এটা জনস্বার্থ বিরোধী।"
আরেকজন স্থানীয় নারী প্রতিনিধি জান্নাতুল আক্তার বলেন, "ইউনিয়নের উন্নয়নের স্বার্থে শিহাব শেখকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। যারা ষড়যন্ত্র করছে, তারা আসলে উন্নয়নের বিরুদ্ধে।"
মানববন্ধনে বক্তারা আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। অথচ হাইকোর্ট ও জেলা পরিষদ কার্যলয় থেকে লিখিতভাবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার কাগজপত্র থাকার পরও পরিষদেরই কিছু সদস্য ও সংশ্লিষ্টদের বাধার কারণে তিনি দায়িত্ব পালন করতে পারছেন না।
এ সময় বক্তারা অপপ্রচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শিহাব শেখকে স্বাভাবিকভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

No comments