শিরোনাম

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যের মর্মান্তিক মৃত্যু

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মোস্তাফিজুর রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বিজিবি সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১ জুন) বেলা তিনটার দিকে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র
প্রত্যক্ষদর্শীরা জানান, চিলমারীর রমনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় পৌঁছালে লাইনের ওপর বসে থাকা অবস্থায় ট্রেনের নিচে কাটা পড়েন মোস্তাফিজুর রহমান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেন আসার আগে থেকেই তিনি রেললাইনের পাশে বিমর্ষভাবে বসে ছিলেন। তার হাতে ছিল একটি ওষুধের প্রেসক্রিপশন।
নিহতের ছোট ভাই স্কুল শিক্ষক মিজানুর রহমান জানান, মোস্তাফিজুর রহমান এক সময় তৎকালীন বিডিআরের (বর্তমান বিজিবি) সদস্য ছিলেন। মাত্র ৯ বছর চাকরি করে অবসরে যান তিনি। এরপর থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছিল। আজ সকালেও তিনি হাতে প্রেসক্রিপশন নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেলে পরিবারের কাছে আসে তার মৃত্যুর খবর।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, "ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
এদিকে লালমনিরহাট রেলওয়ে থানার ডিউটি অফিসার আলতাব হোসেনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
মানসিক অসুস্থতা যে কতটা বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে, মোস্তাফিজুর রহমানের এই মৃত্যুই যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এক সাবেক বাহিনী সদস্যের এমন পরিণতি এলাকাবাসীকেও করেছে শোকাহত ও বিষণ্ণ।

No comments