শিরোনাম

বগুড়ার গাবতলীর দূর্গাহাটা ডিগ্রী কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত


গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলীর দূর্গাহাটা ডিগ্রী কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  তীব্র দুর্নীতির দ্বায় স্বীকার করে গত ২৯ আগষ্ট তারিখে স্বেচ্ছায় পদত্যাগ করেন সাবেক অধ্যক্ষ মোঃ মোজাফফর হোসেন। ছাত্র-ছাত্রীদের মার্কশীট, সার্টিফিকেট এমনকি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন সহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র নিজের বাড়িতে নিয়ে যাওয়া।

 গত ২৮ মে হঠাৎ কতিপয় বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে কলেজে উপস্থিত হয়ে  ছাত্র-ছাত্রী, অভিভাবক ও হিতৈষী ব্যক্তিবর্গ কলেজ ক্যাম্পাসে সমাবেত হয় বাগবিতন্ডায় সৃষ্টি ও অনাকাঙ্খিত ঘটনার সূত্রপাত হয়। এ বিষয়ে কিছু সাংবাদিক উপস্থিত না থেকেও বিভিন্ন খবর প্রচার করে এর প্রতিবাদে ১ জুন বগুড়ার গাবতলীর দুর্গাহাটা ডিগ্রী কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করে। 

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাহাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ময়নুল আহসান, অধ্যাপক জিয়াউল ইসলাম, মনিরুজ্জামান, রশিদা খাতুন, রিনা আকতার, কামাল হোসেন,প্রভাষক মহন্ত কুমার, সুমন সরকার, ছাত্র আহসান হাবিব জয়, সাব্বির হাসান, সোহেল ইসলাম, আলিফ প্রমূখ।

No comments