শিরোনাম

সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন এসএম সামিউল ইসলাম নাহিদ

 

বগুড়া প্রতিনিধিঃ

দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া ছাত্রনেতা এসএম সামিউল ইসলাম নাহিদকে সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। ছাত্রদলের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা ছাত্রদল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নবনিযুক্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম সামিউল ইসলাম নাহিদ এক প্রতিক্রিয়ায় বলেন,
"ছাত্রদলের আদর্শকে বুকে ধারণ করে সবসময় রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় জেলা ছাত্রদলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্রসমাজের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাবো নিরলসভাবে।"

দীর্ঘদিন ধরে তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কলেজ ও জেলা পর্যায়ে সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নাহিদের এই দায়িত্বপ্রাপ্তিতে জেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

নেতাকর্মীদের আশা, এসএম সামিউল ইসলাম নাহিদের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে।

No comments