বগুড়ায় হলগার্ডকে মারধর,কলেজ ছাত্রদল সভাপতি শাকিল বহিষ্কার
স্টাফ রিপোর্টারঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি, প্রভাব বিস্তার এবং হলগার্ডকে মারধরের অভিযোগে বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত শাকিল বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার মাঝগ্রাম মহল্লার শফিকুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত হলগার্ড প্রভাষক ফেরদৌস আলী জানান, পরীক্ষার সময় শেষ হওয়ার পর কক্ষ নম্বর ২০৩-এ পরীক্ষার্থী ফিরোজ আহমেদ শাকিলকে উত্তরপত্র জমা দিতে বলা হলে সে উত্তেজিত হয়ে উঠে। নিজেকে কলেজ ছাত্রদল সভাপতি পরিচয় দিয়ে উচ্চস্বরে কথা বলে এবং তাকে মারধর করে। শুধু তাই নয়, কেন্দ্রের বাইরে গেলে হামলা করার হুমকিও দেয় বলে অভিযোগ করেন হলগার্ড।
ঘটনার পরপরই জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাকিলকে তার পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ দলীয় সিদ্ধান্তে এই বহিষ্কার অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক এমএ মহিউদ্দিন।
এদিকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা ও শিক্ষক লাঞ্ছনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments