মাকে হাসপাতালে রেখে ছুটে এলো পরীক্ষায়, সামান্য দেরিতে ফিরিয়ে দিলো নিষ্ঠুর নিয়ম
স্টাফ রিপোর্টারঃ
বাবাহীন এইচএসসি পরীক্ষার্থীর মা সকালে স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করে ছুটে আসেন কেন্দ্রে; কিন্তু ‘নিয়ম’ দেখিয়ে প্রবেশে বাধা, অঝোরে কাঁদলেন মেয়েটি
আজকের দিনে চোখ ভেজানো এক ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর বাংলা কলেজ পরীক্ষা কেন্দ্রে। বাবাহীন এক এইচএসসি পরীক্ষার্থীর মা সকালে হঠাৎ স্ট্রোক করলে মেয়েটিকেই একাই মাকে হাসপাতালে নিতে হয়। দায়ভার কাঁধে নিয়েই মেয়েটি সময় মতো চেষ্টা করেও সামান্য দেরিতে পৌঁছায় পরীক্ষাকেন্দ্রে।
কিন্তু সেই দেরি ক্ষমা পায়নি। নিয়মের কথা বলে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি তাকে।
পরীক্ষাকেন্দ্রের গেটের সামনে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। উপস্থিত শিক্ষার্থী, অভিভাবকসহ অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। কেউ কেউ বলছিলেন—“একজন শিক্ষার্থী তার অসুস্থ মাকে হাসপাতালে রেখে যে মানসিক যুদ্ধে পরীক্ষাকেন্দ্রে এসেছে, সে কি সামান্য মানবিকতা আশা করতে পারত না?”
দায়িত্বপ্রাপ্তরা ‘বোর্ডের নিয়ম’ উল্লেখ করে জানান, দেরি হলে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া যায় না। কিন্তু প্রশ্ন উঠে—এই নিয়ম কি অসহায় একজন শিক্ষার্থীর জীবনের চেয়ে বড়?
অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রভাবশালীদের জন্য নিয়ম আলাদা আর সাধারণ মানুষের জন্য শূন্য সহানুভূতি—এই কি আমাদের শিক্ষা ব্যবস্থা?”
এই ঘটনা কেবল একজন মেয়ের পরীক্ষায় অংশ না নেওয়ার ব্যর্থতা নয়, এটি আমাদের প্রশাসনিক কাঠামোর নির্দয় ও অমানবিক বাস্তবতার প্রতিচ্ছবি।
মানুষ প্রশ্ন করছে—এই মেয়েটির একটা বছর কে ফিরিয়ে দেবে?

No comments