শিরোনাম

বগুড়ায় ছাত্রদলের পদ বঞ্চিতদের তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান

বগুড়া প্রতিনিধি:

সদ্য ঘোষিত বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে আওয়ামীলীগের দোসর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ কর্মী ও হাইব্রীডদের বহিষ্কার ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্মারকলিপি দিয়েছেন ছাত্রদলের পদবঞ্চিতরা। মঙ্গলবার রাতে পদবঞ্চিতদের পক্ষ থেকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার মাধ্যমে এ স্মারকলিপি দেন ছাত্রদল নেতা নাছিরুজ্জামান মামুন, আলমগীর হোসেন, শাহরিয়ার পারভেজ শাকিল, রুবেল মিয়া। এতে জেলা কমিটিতে পদ পাওয়া ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ কর্মী ও জামাত শিবিরের তালিকা ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয়দের তালিকা যুক্ত করা হয়।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আপনার সুদূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম, ত্যাগ ও শ্রমের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে। আপনি অক্লান্ত পরিশ্রম করে সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। কর্মীদের প্রতি আপনার দায়িত্ববোধ এবং দলের প্রতি নিষ্ঠা আমাদের পথ চলায় সাহস জুগিয়েছে সবসময়। এই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়েই আমরা বগুড়া জেলা ছাত্রদলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীরা কিছু জরুরি বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। দীর্ঘ ১৫ ধরে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রাজপথে থেকে আমরা ছাত্রদলের পতাকা বুকে ধারণ করে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতন হয়ে গুলিবিদ্ধের শিকার হয়েছি। অথচ দুঃখজনক ভাবে সদ্য ঘোষিত বগুড়া জেলা ছাত্রদল কমিটিতে এমন অনেককেই অর্থের বিনিময়ে পদায়ন করা হয়েছে- যারা অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। জামায়াত-শিবির ঘরানা থেকে এসেছে এবং যারা ৫ আগস্ট ২০২৪ এর পর দলে যোগ দিয়েছে। অন্যদিকে বছরের পর বছর রাজপথে থেকে যারা ছাত্রদলকে আগলে রেখেছে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। যা আমাদের মনোবলে গভীর আঘাত করেছে।



স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, মাননীয় নেতা, আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার এমন একটি কমিটি হবে যেটা সাড়া বাংলাদেশের মাঝে একটি মডেল সংগঠন হিসাবে স্বীকৃতি পাবে। সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আওয়ামী লীগ দোসর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ কর্মী ও হাইব্রীডদের দিয়েছে যার যার মধ্যে জেলা কমিটিতে ১৮ জন, শহর শাখার ৩ জন ও সরকারি আজিজুল হক কলেজ শাখায় ২ জন মোট ২৩ জনের প্রমাণাদি আবেদন পত্রের সাথে সংযুক্তি করেছি। আমাদের আকুল আবেদন বগুড়া জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন, অনুপ্রবেশকারী ছাত্রলীগ, যুবলীগ ও জামায়াত শিবির পন্থীদের অপসারণ, ৫ আগস্টের পর যারা দলে এসেছে, তাদের অগ্রাধিকার না দিয়ে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং বিগত ১৫ বছরের রাজপথের সংগ্রামীদের নেতৃত্বে পদায়ন করতে আপনার বরাবর আবেদন করছি। আপনি আমাদের শেষ ভরসা, আপনার নিকট আমাদের এই আবেদন। আপনি সদয় বিবেচনায় নিয়ে ছাত্রদলকে একটি ত্যাগী, আদর্শবাদী ও সুসংগঠিত সংগঠন হিসেবে পুনর্গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন-এই আশায় আমরা পথ চেয়ে আছি। পদ বঞ্চিতরা আরও বলেন, আমরা দীর্ঘদিনের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন না পেয়ে আপনার কাছে মানবিক মূল্যায়ন প্রত্যাশার আকুল আবেদন করছি। পরিশেষে আমরা আবারও আপনার দেশপ্রেম, চিন্তাশীলতা ও নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের ন্যায্য দাবি গুলো বাস্তবায়নের অনুরোধ করছি।


স্মারকলিপির অনুলিপিতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছাত্রদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানানো হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, জেলা বগুড়া বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি এম.আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম,কে এম খাইরুল বাসার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা খাতুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

No comments