শিরোনাম

শহীদ জিয়ার ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল


বগুড়া, প্রতিনিধিঃ

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস। আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, শহীদ জিয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনি চাইলে এই প্রতিবেদনে ছবি যুক্ত করা, শিরোনাম পরিবর্তন, কিংবা অন্য কোনো মাধ্যম অনুযায়ী সম্পাদনার অনুরোধ জানাতে পারেন।

No comments