শিরোনাম

‎ ‎শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে বগুড়ায় ছাত্রদলের কোরআন খতম, মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

 



বগুড়া, প্রতিনিধিঃ

‎সময় গড়িয়ে যায়, কিন্তু কিছু মানুষ ও তাঁদের অবদান ইতিহাসের পাতায় চিরভাসমান হয়ে থাকে। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তেমনই এক ব্যক্তিত্ব। তাঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল আয়োজন করে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি। শুক্রবার দুপুর ২ টার দিকে শহরের সেউজগাড়ী 

গুলশান হাউজিং এতিমখানা এবং মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎এই আয়োজন যেন শুধুই একটি আনুষ্ঠানিকতা ছিল না—বরং ছিল গভীর ভালোবাসা, কৃতজ্ঞতা ও প্রতিশ্রুতির এক মূর্ত প্রতিচ্ছবি। জিয়াউর রহমানের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের হৃদয়ে জাগিয়ে তুলুক দেশপ্রেমের দীপ্ত আলো—এই প্রত্যাশাই সকলের কণ্ঠে ছিল প্রতিধ্বনিত।

‎শ্রদ্ধাভরে স্মরণ করতে এদিন উপস্থিত হন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাঈনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

‎বর্ণাঢ্য এ আয়োজনে কান্নাভেজা কণ্ঠে বক্তারা বলেন,

‎"জিয়াউর রহমান কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও আত্মত্যাগের মাধ্যমে এ দেশ ফিরে পেয়েছিল সম্মানের স্বাধীনতা ও গণতন্ত্রের পথ। আজ আমরা তাঁকে হারিয়ে শূন্য, কিন্তু তাঁর আদর্শে আমরা অটল।"

‎অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতে শহীদ জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। এরপর এতিম শিশুদের মাঝে ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন হিসেবে পরিবেশন করা হয় খাবার।

No comments